21 C
Dhaka
Sunday, December 1, 2024

ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মারা গেলেন যুবলীগ নেতা

কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে মো. ইসলাম ভুট্টু নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের পৌর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা মো. ইসলাম ভুট্টু কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।

সদর থানার ওসি মাসুদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছলে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে সাংবাদিকদের উদ্বেগ

ওসি বলেন, ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো মামলা করেনি। মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ