18 C
Dhaka
Wednesday, December 11, 2024

হঠাৎ সব ব্যাংকে নিরাপত্তার জোরদারের নির্দেশ

দেশের সব ব্যাংকের শাখায় নিরাপত্তার জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তার জন্য শাখাগুলোতে অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সম্পর্কিত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের চিঠি দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সব তফসিলি ব্যাংকের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতে ব্যাংক শাখার প্রবেশপথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। এছাড়া, সিসিটিভি বা স্পাই ক্যামেরাগুলো ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখা, সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিংয়ের আওতায় আনা এবং ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যেন নিকটস্থ থানা পেতে পারে সে ব্যবস্থা রাখতে হবে।

আরও পড়ুনঃ  রিজার্ভে কত টাকা রেখে গেল আওয়ামী লীগ সরকার?

ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত বা অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করতে হবে এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এদিকে, সম্প্রতি বান্দরবানে একটি ব্যাংকের শাখায় ডাকাতি করে অর্থ লুটের ঘটনা ঘটেছে। এরপর চট্টগ্রামে একটি ব্যাংকের লকার থেকে সোনা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ