21 C
Dhaka
Sunday, December 1, 2024

গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে পুলিশ কর্মকর্তার বাড়িতেই ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশে দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) দিবাগত রাতে ডাকাত দল অস্ত্রের মুখে তার ভাই ও বাবাকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ব্যাংকের চেকসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবাহু গ্রামের সাবেক ইউপি সচিব আব্দুল হাই চৌধুরীর বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।

শনিবার (১ জুন) ভোররাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। ঘটনার সময় ডাকাত দলের ছুরির আঘাতে এক পুলিশ কর্মকর্তার বাবা ও আরেকজনের ভাই ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. আব্দুল হাই চৌধুরী (৬৮) জখম হন। আর মারধরে আহত হন তার স্ত্রী মাজেদা খাতুন চৌধুরী (৫৫)।

আরও পড়ুনঃ  রাতে বিধবার বাড়িতে কিশোর, আটকে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে

আব্দুল হাই চৌধুরীর ছোট ভাই রাজশাহীর নাচোল থানার সাবেক ওসি সেলিম রেজা ও তার ছেলে পুলিশের এসআই হুমায়ুন রশিদ চাকরির সুবাদে বাইরে থাকায় তাদের গ্রামের বাড়িতে থাকেন তিনি।

পুলিশ ও আব্দুল হাই চৌধুরীর স্ত্রী মাজেদা খাতুন জানান, শনিবার গভীর রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের ডাকাতদল বাড়ির উত্তর দিকে টয়লেটের পাশের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আমার স্বামী আব্দুল হাই চৌধুরী ও আমাকে ঘুম থেকে ডেকে তুলে।

আরও পড়ুনঃ  ছিন্নভিন্ন ৫ মরদেহ : মৃত্যু নিয়ে রহস্য, ১৫ গজের মধ্যেই ছিল কাটা দেহ

তিনি বলেন, ডাকাতদল আমার স্বামীকে চাকু দিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে বাড়ির আলমারি, লেপ-কাঁথা রাখা বক্স ভেঙে নগদ তিন লাখ নগদ টাকা ও এক ভরি স্বর্ণের দুল নিয়ে বাড়ির পশ্চিম পাশের টিনের গেট ভেঙে বেরিয়ে যায়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ