23 C
Dhaka
Tuesday, December 10, 2024

বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’

ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৪ জুন) দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে। ফল গণনার প্রায় চার ঘণ্টায় দেখা গেছে উত্তর প্রদেশের ৮০ আসনে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে।

নির্বাচন কমিশনের সবশেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তর প্রদেশে ৪৪ আসনে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। আর এনডিএ জোট এগিয়ে ৩৫ আসনে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ রাজ্যের ৮০ আসনের মধ্যে ৬২টি আসন পেয়েছিল। বাকি আসনগুলোর মধ্যে বিএসপি পেয়েছিল ১০টি আর সমাজবাদী পার্টি পাঁচটি। ওই নির্বাচনে বিএসপি ও সমাজবাদী পার্টি জোট বেঁধেছিল।

আরও পড়ুনঃ  সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান করে ৪ জেলের মৃত্যু

এবারের নির্বাচনে সরকারবিরোধী জোট ইন্ডিয়ার অধীনে সমাজবাদী পার্টি ও কংগ্রেস একযোগে আর বিএসপি নিজেদের মতো করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে ( বাংলাদেশ সময় সকাল সোয়া ১২টা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২২৮ আসনে।

আরও পড়ুনঃ  এবার স্থগিত হচ্ছে নাইডুর শপথ অনুষ্ঠান
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ