21 C
Dhaka
Wednesday, December 11, 2024

ভারতের লোকসভা নির্বাচন

হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ের হাসি হাসলেন যে তারকারা

ভারতে গত ১৯ এপ্রিল ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত, তাই দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ৪ জুন ভোট গণনার মাধ্যমে শেষ হলো ভারতের লোকসভার নির্বাচনী কার্যক্রম। অন্যদের পাশাপাশি রাজনীতির মাঠে বিচরণ রয়েছে বেশ কয়েকজন তারকার। এ দিন জয়ের তাগিদে হাড্ডাহাড্ডি লড়াই হয় তারকাদের মধ্যেও। ভোট গণনা শেষে কেউ হেসেছেন বিজয়ের হাসি আবার কেউ হয়েছেন পরাজিত।

চলুন দেখে নেওয়া যাক হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ের হাসি হাসলেন যে তারকারা—

আরও পড়ুনঃ  শুক্রবার থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা, দিল্লির সিদ্ধান্ত কী?

বিপুল ভোটে লকেটকে হারালেন রচনা
বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনেও ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণ। ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে তাকে হারিয়ে জয় লাভ করেছেন দেব।

সায়নী ঘোষ

প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসনে থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। আর প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। বিজয়ের হাসি হেসেছেন এই অভিনেকত্রীও। এ আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি।

রচনা ব্যানার্জি

আরও পড়ুনঃ  কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবলের জন্য লাখ রুপি পুরস্কার ঘোষণা

ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলপ্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসন থেকে ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন তিনি। অন্যদিকে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে অভিনেত্রীর কাছে হেরে গেছেন বিজেপির লকেট।

কঙ্গনা রানাওয়াত

প্রথমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে ভোট ৫ লাখ ৩৭ হাজার ২২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। ৭৪ হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন কঙ্গনা।

আরও পড়ুনঃ  ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

শত্রুঘ্ন সিনহা

লোকসভা নির্বাচনে আসানসোল আসনে ৬ লাখ ৫ হাজার ৬৪৫টি জয়লাভ করেছেন তৃণমূলপ্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ৬৩ হাজার ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

রবি কৃষাণ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষাণ। উত্তর প্রদেশের গোরাখপুর থেকে ৫ লাখ ৮৫ হাজার ৮৩৪ ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির (এসপি) প্রার্থী কাজল নিষাদ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৩০৮ ভোট।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ