21 C
Dhaka
Sunday, December 1, 2024

এবার স্থগিত হচ্ছে নাইডুর শপথ অনুষ্ঠান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হতে যাচ্ছে। আগামী শনিবার (০৮ জুন) শপথের তারিখ ঘোষণা করা হলেও তা পরিবর্তিত হয়ে রোববার (০৯ জুন) এ অনুষ্ঠান হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের পর এবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর শপথের তারিখও পরিবর্তন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (০৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী রোববার (০৯ জুন) তার শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে এ অনুষ্ঠানের তারিখ পরিবর্তিত হতে পারে। আগামী বুধবার (১২ জুন) তার শপথ অনুষ্ঠানের তারিখ পুননির্ধারণ করা হতে পারে। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লিদের পদযাত্রা, নেপথ্যে কি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা যোগ দেবেন। এসব অতিথিদের ভারতে পৌঁছানোর সময়সূচির বিষয়টি মাথায় রেখে এ তারিখ একদিন পিছিয়ে রোববার সন্ধ্যায় নির্ধারণ করা হয়েছে।

টিডিপির মুখপাত্র কে পাত্তবি রাম বলেন, রাজ্যের রাজধানী অমরাবতীতে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে শপথ নিতে নাইডু অমরাবতী যেতে চান না। নিজের শপথ অনুষ্ঠানে বিজেপির অনেক নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ইসরাইলে একদিনে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ

মোদির থেকে যা বাগিয়ে নিতে পারেন নীতিশ-নাইডু
তিনি বলেন, নাইডু সম্ভবত ১২ জুন শপথ নেবেন। আগামীকাল ৭ জুন তিনি দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন। এরপর রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানেও থাকবেন তিনি। এরপর অমরাবতী ফিলে ১২ জুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ।

ভারতের সংবিধান অনুসারে, দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এ নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। এ ছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন।

আরও পড়ুনঃ  হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হয়ে গেলেন কনস্টেবল

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপি ৩২ আসন কম পেয়েছে। এরমধ্যে টিডিপি আর জেডিইউর দখলে রয়েছে ২৮ আসন। ফলে সরকার গঠনে জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা।

আসন সংখ্যার হিসাব অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী রোববার তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ