21 C
Dhaka
Wednesday, December 11, 2024

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান। দেশটির বন্দরনগরী চাবাহারে এই মহাকাশ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ঈসা জারিপুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি সিস্তান ও বেলুচিস্তান সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে কেন্দ্রটির ৫৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রটি সম্পূর্ণভাবে চালু হবে। নির্মাণ সম্পন্ন হলেই তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করবে বলেও জানান এই মন্ত্রী।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন সম্ভব নয় : মমতা

আরও পড়ুন: মহাকাশে রাশিয়ার নতুন ৯ স্যাটেলাইট, ‘অস্ত্র’ বলে দাবি যুক্তরাষ্ট্রের

স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সাথে একযোগে কাজ করবে। মহাকাশ কেন্দ্রটি দেশটির অর্থনীতিতেও ভালো অবদান রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

এটাই ইরানের প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র কেন্দ্র নয়। দেশটির প্রথম মহাকাশযান কেন্দ্রের নাম ইরান খোমেনি ন্যাশনাল স্পেস সেন্টার। এটি ২০১৭ সালে উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের পর থেকে দেশটির মহাকাশ গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চাবাহার স্পেস সেন্টারটি মূলত বেসামরিক মহাকাশ গবেষণা কাজের জন্য নির্মাণ করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের মহাকাশযান উৎক্ষেপণ, স্যাটেলাইট তথা উপগ্রহ উৎক্ষেপণসহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুনঃ  ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক, আলোচনা হলো যা নিয়ে

এর বাইরে যেহেতু এই কেন্দ্র থেকে ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানো এবং তা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে, তাই এটাকে নিরক্ষীয় রেখার খুব কাছে স্থাপন করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ