18 C
Dhaka
Wednesday, December 11, 2024

কোকাকোলার বিজ্ঞাপন, যা বললেন শরাফ আহমেদ জীবন

কাজল আরেফিন আমি নির্মিত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকটিতে বোরহান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান শরাফ আহমেদ জীবন। এরপর একই নির্মাতার বেশ কয়েকটি নাটক, ওয়েব সিনেমায় কাজ করেন তিনি। কনটেন্টগুলোতে তার অভিনীত চরিত্রগুলো পায় তুৃমুল জনপ্রিয়তা। ফলে অল্পদিনেই দর্শকের মনে জায়গা নেন তিনি।

এবারের গল্পটি আলাদা। যে শরাফ আহমেদ জীবনকে মাথায় তুলে নাচতেন দর্শকরা সম্প্রতি তাকে ছুড়ে ফেলেছেন মাটিতে। এর নেপথ্যে রয়েছে কোমল পানীয় কোকা-কোলার বিজ্ঞাপন।

ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে নেটাগরিকদের বড় একটি অংশ বয়কট করেছেন কোকা-কোলা। অন্যদিকে সম্প্রতি কোকা-কোলার প্রচারণামূলক একটি বিজ্ঞাপনে দেখা গেছে জীবনকে। যেটির নির্মাতাও তিনি।

আরও পড়ুনঃ  দুই স্ত্রী নিয়ে সংসার, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

বিষয়টি ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। সেই সঙ্গে কোকা-কোলার প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নেওয়ায় তার প্রতিও ক্ষুব্ধ তারা। জীবনের বিরুদ্ধে তুলেছেন বয়কটের দাগ ডাক। এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুললেন জীবন।

আজ ১০ জুন নিজের ফেসবুকে এ বিষয়ক একটি পোস্ট দিয়েছেন জীবন। সেখানে লিখেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত।

এরপর লেখেন, সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।

আরও পড়ুনঃ  ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল : ময়ূরী

জীবন আরও লিখেছেন, বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র।

ব্যক্তিগত জীবনে নিজেকে মানবাধিকারবিরোধী কাজের বিপক্ষে উল্লেখ করে এ নির্মাতা ও অভিনেতা লেখেন, ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।

সবশেষে জীবন লিখেছেন, এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনওই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।

আরও পড়ুনঃ  ‘আমরা দুজনই বেহায়া’

মুক্তির অপেক্ষায় রয়েছে কাজল আরেফিন আমি নির্মিত ওয়েব সিনেমা ফিমেল ৪। এখানে জীবনকে দেখা যাবে জনপ্রতিনিধি লাবু কমিশনারের চরিত্রে। চরিত্রটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ