21 C
Dhaka
Wednesday, December 11, 2024

কোকের বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেন শিমুল

কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এদিকে সারাদেশে সাধারণ জনগণ কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন

বিতর্কিত বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবনের পাশাপাশি শিমুল শর্মা। বয়কটের হুমকির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শিমুল শর্মা।

মঙ্গলবার (১১ জুন) সকালে শিমুল শর্মা তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। এ অভিনেতা বলেন, ‘আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’

আরও পড়ুনঃ  সরকারের উপদেষ্টা পদে আওয়ামীপন্থী লোক ঢুকে গেছে: হাফিজ

শিমুল পোস্টে উল্লেখ করেছেন, ‘আমি আর ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো।’

শিমুল শর্মা বলেন, ‘আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেবার মত একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়ত না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’

আরও পড়ুনঃ  ছাত্রলীগ জঙ্গি সংগঠন, যেখানে পাবেন সেখানেই দমন করবেন: হাসনাত

এর আগে এ অভিনেতা জানান, বাংলাদেশে কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয়, তাহলে কিছু করার নেয়। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। সেই জায়গা থেকে কোকাকোলা বিজ্ঞাপনটি বানিয়েছে।

কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি বয়কটের ডাক দেওয়ার পরে শিমুল শর্মা তার ফেসবুক পেজ ডিএক্টিভেট করে রেখেছিলেন। এরপর আজ (১১ জুন) সকালে পেজ পাবলিশ করে বিজ্ঞাপনে বিষয়ে পোস্ট করেছেন।

উল্লেখ্য, জনপ্রিয় ইউটিউব ভিত্তিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ‘নোয়াখালীর শিমুল’ নামের একটি চরিত্র অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছেন শিমুল শর্মা।

আরও পড়ুনঃ  এমন খারাপ সময়ে আমাকে বাঁচান: মতিউর
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ