23 C
Dhaka
Tuesday, December 10, 2024

১৪০টি ঘুমের বড়ি খেয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

পারিবারিক কলহের জেরে নেত্রকোনা মডেল থানার রুবেল মিয়া (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) রাতে তিনি ওই থানার ব্যারাকে ১৪০টি ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১০ জুন) বিকেলে তিনি মারা যান।

রুবেল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ল ২৮ জেলায়, সবচেয়ে বেশি কোথায়?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে থানার ব্যারাকে রাতের খাবার খান। পরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘দ্যা ইন্ড’- লিখে স্ট্যাটাস দেন। রাত ১২টার দিকে তার ছোট ভাই স্যাটাসটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে জানান। পরে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চাকরির সুবাদে শহরের কোর্ট স্টেশন এলাকায় স্ত্রী জেসমিন আক্তার ও তার দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে স্ত্রী ও সন্তানরা বাড়িতে চলে যাওয়ার পর থানার ব্যারাকে থাকতেন।

আরও পড়ুনঃ  কওমি শিক্ষার্থীদের বিসিএসে অংশগ্রহণ করতে না দেওয়া বৈষম্য: ফয়জুল করিম

এ বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়ার বাবা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও তার স্ত্রী জেসমিন আক্তারের মোবাইলফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘কনস্টেবল রুবেল মিয়া ৮ বছর ৬ মাস ২৯ দিন আগে পুলিশে যোগদান করে। নেত্রকোনা মডেল থানায় ১ বছর ৬ মাস আগে যোগদান করে। পারিবারিক কলহের কারণে অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলামান রয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুনঃ  বিগত সময়ে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল: প্রধান বিচারপতি
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ