মাদারীপুরে শিবচরে একটি খামারে আগুনে পুড়ে মারা গেছে ১৩টি গরু। এসময় আরও একটি খামারে পুড়ে মারা যায় প্রায় দুই হাজার মুরগি।
বুধবার (১২ জুন) ভোররাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দিতে মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আসন্ন ঈদে গরুগুলো বিক্রির কথা ছিল। এ অগ্নিকাণ্ডে গরু ও মুরগি মারা যাওয়াতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান খামার মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, খামারে ১৪টি গরু বাধা অবস্থায় আগুন লাগে। এসময় একটি গরু বের হতে পারলেও বাকি গরুগুলো পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে বিষয়টি নাশকতা কি না তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানান ইউপি চেয়ারম্যান জামান মুন্সি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।