21 C
Dhaka
Thursday, November 21, 2024

আইএফআইসি ব্যাংক থেকে ২৯ লাখ টাকা চুরি

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের মাটিঢালির উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ হাজার টাকা চুরি হয়েছে। বুধবার (১২ জুন) রাতের যেকোন সময় এই চুরির ঘটনা ঘটে।

ব্যাংক উপশাখার ব্যবস্থাপক ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংকের কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙ্গা দেখে চুরির বিষয়টি নজরে আসে।

সরেজমিনে দেখা গেছে, মাটিডালী বিমান মোড়ে একটি ভবনের দোতলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। বুধবার রাতের যে কোন সময় চোরেরা ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙ্গে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙ্গে সব টাকা নিয়ে আবারও সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বর্তমানে রিজার্ভ কত আছে, জানাল বাংলাদেশ ব্যাংক

ফাহমিদা ফিরোজ আরও জানান, উপশাখায় ৪ জন কর্মকর্তা- কর্মচারি কর্মরত। কিন্তু কোন নৈশ প্রহরী ছিল না। এ উপশাখায় ৪৭ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছিল। পূর্বে কখনও সমস্যা হয়নি।

তিনি জানান, ব্যাংকে কোন সিসি ক্যামেরা নেই। তাদের উপশাখাটি বীমাকৃত। কোন টাকা খোয়া গেলে বীমা কোম্পানি সব টাকা পরিশোধ করবে। এ কারণে তারা নৈশ প্রহরী রাখার বিষয়ে গুরুত্ব দেননি।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ উপশাখায় নিরাপত্তার কোন ব্যবস্থাই করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত ৬ বার তাগিদ দেয়া হয়েছে নিজস্ব নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোন পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুনঃ  টাকা ছেড়েও কুলাতে পারছে না বাংলাদেশ ব্যাংক

উল্লেখ্য, এর আগেও গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ৯ লাখেরও বেশি টাকা চুরি করেছিলো দুর্বৃত্তরা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ