20 C
Dhaka
Friday, November 22, 2024

লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলকে চিরদিনের জন্য দোযখে পাঠানো হবে: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে দোযখে পাঠানো হবে যেখান থেকে তার আর ফেরার উপায় থাকবে না।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানী বাগদাদে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন আলী বাকেরি কানি।

যখন লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিদিন সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

আরও পড়ুনঃ  নিজের আবিস্কার করা পদ্ধতিতে ‘ক্যান্সারমুক্ত’ অস্ট্রেলিয়ান চিকিৎসক

তিনি বলেন, ইসরাইলি সেনাদের জন্য লেবানন হবে দোজখ যেখান থেকে তার আর ফিরতে পারবে না। যদি তাদের ভেতরে কোনো জ্ঞান থাকে তাহলে তারা লেবাননে আর আগ্রাসন চালাতে যাবে না।

আলী বাকেরি কানি বলেন, ২০০২ এবং ২০০৬ সালের যুদ্ধ থেকে ইসরাইলের অবিশ্বাস্য পরাজয় শুরু হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইতিহাসের বাক ঘোরানো অভিযানের পর থেকে ক্ষমতার ভারসাম্য পাল্টে গেছে। ইসরাইল গাজার জনগণকে হত্যা করে ৭ অক্টোবরের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে প্রচেষ্টা সফল হবে না।

আরও পড়ুনঃ  জাপানে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ