25 C
Dhaka
Tuesday, December 10, 2024

পরিস্থিতি খারাপ হলে যথাযথ ব্যবস্থা: টেকনাফ সীমান্ত ইস্যুতে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তে যে সহিংসতা হচ্ছে, তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড আছে। তারা বিষয়টা তদারকি করছে। আমরা সেনাবাহিনীও প্রস্তুত আছি। পরিস্থিতি খারাপ হলে বা অন্যদিকে গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৫ জুন) দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলে দেন, দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে, তা প্রতিহত করা হবো।

আরও পড়ুনঃ  পরীর মেয়ের নাম সাফিরা সুলতানা, নিয়ম মেনেই নিয়েছেন দত্তক

এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে। তারই প্রতিফলন ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। সেনাবাহিনীর দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজে তারা সম্পূর্ণ প্রস্তুত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় সংসদ সদস্যসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ