গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের কাছে ২১ রানের ব্যবধানে হেরেছে নেপাল। বাংলাদেশের দেওয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৫ রানেই গুটিয়ে যায় নেপাল। মূলত তানজিম হাসান সাকিবের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় নেপালের ব্যাটাররা।
মাচে ৪ ওভার বল করে ২১ ডট বল দিয়ে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন সাকিব। যার মধ্যে রয়েছে ২টি আবার মেইডেন ওভার। এই ম্যাচে সাকিবই ব্যবধান গড়ে দিয়েছেন বলে মনে করেন নেপাল অধিনায়ক। ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত পাউদেল।
তিনি বলেন, ‘আমার মনে হয় তানজিম দারুণ বোলিং করেছে। সে আমাদের উড়িয়ে দিয়েছে। নতুন বলে সে দারুণ করেছে। উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল। সে ভালো জায়গায় বল করেছে। সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও। আমি বলেছি যাও বল করো।’
এদিকে নেপালের বোলিং ইউনিট নিয়ে খুশি রোহিত, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ বোলিং করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমরা ১০৭ রান করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।