25 C
Dhaka
Tuesday, December 10, 2024

বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ, জানালেন মুশফিক

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে ভক্ত-সমর্থকদের অনেকেই বাংলাদেশের শেষ দেখে ফেলেছিলেন। সুপার এইট নয় গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে বলে ধারণা ছিল অনেকের। তবে, পারফরম্যান্স দিয়ে সেই শঙ্কা উড়িয়ে ১৭ বছর পর সুপার এইটে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অর্জন। এবার বিশ্বকাপে কতদূর যাবে শান্তরা, তাই জানালেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে বগুড়াতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘ভালো খেলছে যতদূর দেখলাম। সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।’

আরও পড়ুনঃ  নির্ধারিত সময়ে হচ্ছে না কোপা আমেরিকার ফাইনাল

বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই বিষয়ে মুশফিক বলেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে। ইনশাআল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরিব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি-সালামতে ও নিরাপদে কোরবানি করেন।’

আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পেয়েছে বাংলাদেশ। আগামী ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ২২ জুন রাত সাড়ে আটটায় একই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। সবশেষ ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হবে সুপার এইটের তৃতীয় ম্যাচ।

আরও পড়ুনঃ  ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না’
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ