18 C
Dhaka
Wednesday, December 11, 2024

স্বপরিবারে সিঙ্গাপুর গেছেন আছাদুজ্জামান মিয়া, ফিরবেন ২১ জুন

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আগামী ২১ জুন তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) সাবেক এই ডিএমপি কমিশনারের এক ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সপ্তাহে স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান আছাদুজ্জামান মিয়া।

আছাদুজ্জামান মিয়া পুলিশে যোগদানের পর সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন।

বুধবার থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল
বগুড়ায় প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও, নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার, খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন।

আরও পড়ুনঃ  সোশ্যাল মিডিয়ায় গুজবময় রাত!

সিভিল সার্ভিস ক্যাডারের ৮৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে ২০১৯ সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার।

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তার নিয়োগের ৩ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার ছিলেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ