21 C
Dhaka
Sunday, December 1, 2024

বিসিবি পরিচালক আলো মারা গেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বুধবার (১৯ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি জানিয়েছে, আজ (বুধবার) বিকেল আনুমানিক তিনটায় বারিধারা ডিওএইচএসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আলমগীর খান আলোর ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাবুও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বরিশালে নিয়ে আসা হবে। এরপরে পারিবারিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে কখন কোথায় জানাজা ও দাফন হবে।

আরও পড়ুনঃ  আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

আলমগীর খান আলো দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল ফেডারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মেয়াদেই তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনের বহুমুখী সংগঠক আলোর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ