23 C
Dhaka
Tuesday, December 10, 2024

যুদ্ধে ইসরাইলের যে ভয়াবহ পরিণতি হতে পারে, জানাল হিজবুল্লাহ

ইসরাইল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ।

বুধবার (১৯ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের।

একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরাইলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয়, তাহলে তাকেও পরিণত ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান।

নাসরুল্লাহ বলেন, ‘শত্রুদের (ইসরাইল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।’

আরও পড়ুনঃ  গান-সিনেমা দেখায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর

তিনি বলেন, ‘ইসরাইল ভয়ে আছে। কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরাইলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরাইল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

লেবাননে হামলা চালাতে ইসলাইল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে। এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহর প্রধান।

আরও পড়ুনঃ  সাবেক স্বামী পুনরায় বিয়ে করায় বাড়িতে আগুন দিলেন নারী
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ