ফেনীতে দিনভর রাসেল ভাইপার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে জানা গেল নিছক গুজব। অন্য জেলার ভিডিও ফুটেজ ফেনীর বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবটি ছড়ান।
সূত্রে জানা গেছে, শরিয়তপুর জেলায় রাসেল ভাইপার সাপ পাওয়ার ঘটনাকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঘটনা বলে আজ সকাল থেকে কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে গুজব ছড়ানো হয়। এতে ওই এলাকাসহ পুরো ফেনীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাপুর গ্রামের রাসেল ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। স্থানীয় লোকজন জানান, এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেওয়া হয়েছে।
এনামুল হক নামে একজন ফেসবুক কমেন্টে লিখেন, ‘আমরা বাঙালিরা কিছু পারি আর না পারি, ফেসবুক যেহেতু তাহলে লিখতে সমস্যা কোথায়, সত্যি মিথ্যা যাচাই করি না।’
ইয়াসির আরাফাত রুবেল নামে একজন ফেসবুকে পোস্ট করে লিখেন, ‘হাওয়া থেকে পাওয়া তথ্য সঠিক নয়। গুজবে কান দেবেন না।’
এ বি কামরুল লিখেন, ‘সত্যতা ছাড়া ভুয়া নিউজে আমরা আতঙ্কিত নই। এসব আতঙ্ক কৃষি শ্রমিকদের দাম বাড়িয়ে দেয়, কাজের লোক পাওয়া যায় না। আমরা যারা গ্রামে থাকি, কৃষিনির্ভর পরিবার, আমরা হবো এই আতঙ্কের চরম ভুক্তভোগী।’
জানতে চাইলে পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল বলেন, সোনাপুর গ্রামের রাসেল ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। আমি স্থানীয় মেম্বারসহ লোকজনের সঙ্গে কথা বলেছি, এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেওয়া হয়েছে।
ফেনী সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকতা বাবুল ভৌমিক জানান, ছাগলনাইয়া রাসেল ভাইপার পাওয়ার তথ্যটি সঠিক নয়। মূলত এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে।