18 C
Dhaka
Wednesday, December 11, 2024

পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শেখ সালেহ আল শাইবি মৃত্যুবরণ করেছেন

পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. সালেহ বিন জাইন আল আবিদিন আল শাইবি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হারামাইনের সংবাদ পরিবেশনকারী ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এই খবর জানানো হয়েছে।

পেইজে বলা হয়েছে, মক্কা বিজয়ের পর থেকে ড. সালেহ বিন জাইন কাবাঘরের ১০৯তম অভিভাবক ছিলেন। তিনি হজরত উসমান ইবনে তালহা রা.-এর বংশধর ছিলেন।

বায়তুল্লাহয় জানাজা শেষে তাঁকে জান্নাতুল মুআল্লায় শায়িত করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ৭ দিন পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে

আরও পড়ুন

মদিনায় ৪০ বছর ধরে বিনামূল্যে চা-কফি খেজুর খাওয়ানো ব্যক্তির মৃত্যু

জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শায়বা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। আর বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’

সেই ধারা এখনো চলমান। উসমান ইবনে তালহা রা.-এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

আরও পড়ুনঃ  এবার ইসরায়েলকে আটকাতে পারব না, ইরানকে জানাল যুক্তরাষ্ট্র
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ