23 C
Dhaka
Tuesday, December 10, 2024

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন মির্জা ফখরুল

মধ্যরাতে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২২ জুন) খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। সন্ধ্যায় চিকিৎসকরা বোর্ড মিটিং করবেন। বোর্ড মিটিং করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম

সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

এর আগে সর্বশেষ গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেয়া হয়।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

আরও পড়ুনঃ  মাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ