21 C
Dhaka
Thursday, November 21, 2024

পলিথিনের ব্যাগে নদীতে ভাসছিল লাল কাপড়ে মোড়ানো হাতের দুই কবজি, অতঃপর…

বগুড়ায় করতোয়া নদী থেকে এক নারীর দুই হাতের কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে পলিথিনের ভেতর কাপড়ে মোড়ানো কবজি দুটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীর বেইলী ব্রিজের নিচে একটি পলিথিনের ব্যাগ নদীতে ভেসে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর ব্যাগটি পাড়ে তুলে খুলে দেখতে পায় লাল রংয়ের কাপড়ের ভেতরে মোড়ানো হাতের দুইটি কবজি। পরে পুলিশ খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  আখাউড়ায় ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার

ওসি আরও জানান, কবজি দুটি কোনো নারীর। এটি ২/৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হলেও পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি টিম ঢাকা থেকে রওনা করেছে। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ