চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি আশা নিয়ে খেলতে নামেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে অফ ফর্মে থাকা দলটিই শ্রীলঙ্কার মতো দলকে হটিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। গ্রপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জিতে সুপার এইটে পা রাথা টাইগাররা দেখতে থাকে সেমিফাইনালে যাওয়ার দিবান্বপ্ন।
অবশ্য সুপার এইটের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগেনি। অজিদের কাছে বৃষ্টি আইন ও ভারতের কাছে বড় হারে প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিতে যাওয়ার স্বপ্নেরও এখানে সমাপ্তিই হওয়ার কথা, তবে অবিশ্বাস্য ভাবে এখনো বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ। এমনকি কিছু যদি কিন্তুর হিসেব মিললে পাওয়া যেতে পারে অবিশ্বাস্য ভাবে সেমির টিকিট। কার্যত বাংলাদেশের বিদায় হলেও টাইগারদের পাগল ক্রিকেট ভক্তদের এখনও আশা রয়েছে সেমিতে যাওয়ার। দেখে নেয়া যাক কোন কোন অদ্ভুত ও অসম্ভব সমীকরণে নাজমুল হোসেন শান্তর দল এখনও সেমিফাইল খেলতে পারে।
বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপ ‘১’-এ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে এরইমধ্যে সেমির স্বাদ পাচ্ছে ভারত। তাদের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর কিছুক্ষণ পর হতে যাওয়া আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয় পায় তাহলে সাকিব-শান্তদের আর কোন সমীকরণে কাজ হবে না। তবে অজিরা যদি হেরে যায় তাহলে সামনে আসবে অনেক যদি কিন্তুর হিসাব।
যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে এই গ্রপে অজিদের পয়েন্ট হবে ২, আফগানদেরও ২, ভারতের আর বাংলাদেশের ০। এরফলে গ্রুপের শেষ ম্যাচে নির্ধারিত হবে এই গ্রুপের সেমিফাইনাল স্পট।
অজিরা যদি আফগানিস্তারের সাথে হারে তাহলে বাংলাদেশের কামনা করতে হবে অজিরা যাতে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়। ভারতের অস্ট্রেলিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই হবে না মার্শ-কামিন্সদের রান রেট যাতে বাংলাদেশের নিচে চলে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ।
এরপর বাকি কাজ থাকবে শান্তর দলের হাতে। সাকিব-শান্তদের আফগানদের হারাতে হবে খবুই বড় ব্যবধানে যাতে তাদের থেকে বাংলাদেশের রানরেট ঠিক থাকে। অবশ্য কাজটি সহজ হবে না।
অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হারার পর বাংলাদেশের নেট রানরেট নেমে গেছে অনেক। তাই সামনের ম্যাচে সেই রানরেট ঠিক করতে হলে বাংলাদেশকে অসম্ভব একটি ম্যাচ দেখাতে হবে।
সেমিফাইনালে না উঠতে পারলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা না হয় গানিতিক এই সমীকরণ দেখেই স্বপ্নে ভাসুক।