21 C
Dhaka
Wednesday, December 11, 2024

আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

পরে ব্যাট করলে যত বলের মাঝে জিতলে সেমিতে যাবে বাংলাদেশ

চলমান টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ। প্রায় বিদায় নেয়ার সম্ভাবনা থেকে হঠাৎ করেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন পেয়েছে নতুন প্রাণ। যে আফগানিস্তানের জন্য লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ, সেই তারাই এবার প্রতিপক্ষ।

ভারতের কাছে অস্ট্রেলিয়া হারায় এখন বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ একদম সহজ। অজিরা হেরেছে ২৪ রানে। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৬০ রান করে, সেক্ষেত্রে ৬২ রানে জিতলেই সেমিফাইনালে চলে যাবে।

আবার বাংলাদেশ যদি রান তাড়া করে, সেক্ষেত্রে অন্তত ১৩.২ ওভারের মাঝে জিততে হবে। অথবা জয়ের সময় রান রেট ১৩.৮ থাকতে হবে। এটি করতে পারলেই আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে ছাপিয়ে সেমিতে যাবে টাইগাররা।

আরও পড়ুনঃ  ‘ভারতকে সুবিধা দিতে গিয়ে আফগানিস্তানের সঙ্গে অন্যায় করা হয়েছে’

আফগানদের বিপক্ষে নামার আগে যে পরিসংখ্যান টাইগারদের আশা দেখাতে পারে তা হচ্ছে, বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।

ওয়ানডেতেও তিন দেখায় শতভাগ জয়। যদিও টি-২০ ফরম্যাটে এগিয়ে আফগানরা। এগারো দেখায় ব্যবধান ছয়-চার। বিশ্বকাপের সেমিতে খেলার তাই বড় সুযোগ বাংলাদেশের সামনে। তবুও সম্ভাবনাটা বাংলাদেশের যতটা তারচেয়ে বেশি আফগানদেরই।

আর্নস ভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এরচেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ, নবি, গুলবাদিন নাইবরা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশায়ী অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ  মেসির দেখাদেখি বিশ্বকাপ শিরোপা নিয়ে ঘুমালেন সূর্যকুমারও
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ