বরিশালের ভোলা পূর্ব ইলিশা থানায় মোক্তার হোসেন নামে এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ডিউটিতে যাওয়ার প্রস্তুতিকালে তিনি গুলিবিদ্ধ হন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, বিকেল পৌনে ৪টায়, নৌথানার সদস্যরা ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় মিস ফায়ার হয়ে মোকতার গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই এএসআইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
নৌথানার ডিউটি অফিসার সনজিব জানান, ঘটনার সময় আমরা ৮ জন ছিলাম। মোকতার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দুজন কনস্টবল বরিশাল গেছেন। বাকি ৫ জন থানায় আছেন।
ভোলা নৌপুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, রোববার বিকেলে পুলিশের ওই কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক।