28 C
Dhaka
Friday, November 22, 2024

হালাল খাবার খেতে নিজেরাই রান্না করছেন আফগানিস্তানের ক্রিকেটাররা

এবারের টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে বেশ বিপাদেই আছে আফগানিস্তানের ক্রিকেটাররা। এখানে আসার পর নিজেরাই হয়ে গেছেন বাবুর্চি। মূলত হোটেলে হালাল মাংস পাচ্ছেন না রশিদ-নবীরা। ফলে হালাল মাংস জোগাড় করে নিজেরাই রান্না করে খাচ্ছেন আফগান ক্রিকেটাররা। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো।

আফগানিস্তানের এক ক্রিকেটারের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে লিখেছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হালাল মাংস পাওয়া যায়। তবে খুব কম হোটেলেই মেলে সেই সুবিধা। তাইতো নিজেদের খাদ্যাভাস ঠিক রাখতে নিজেরাই শেফ হতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ  ক্রীড়া উপদেষ্টার কাছে জাতীয় দলের অলরাউন্ডারের বিশেষ অনুরোধ

গত বছর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে। সেখানে নাকি এধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি আফগান ক্রিকেটারদের। ভারতের সবকটি হোটেলেই নাকি হালাল মাংস পেয়েছিলেন রশিদ-নবীরা। সেকথাই বলেছেন আফগান ক্রিকেটাররা।

রোববার (২৩ জুন) সকালে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আফগানিস্তান। শেষ ম্যাচ ২৫ জুন বাংলাদেশের বিপক্ষে। সেমির টিকিট নিশ্চিত করতে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ