28 C
Dhaka
Friday, November 22, 2024

মালদ্বীপের প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগে নারী মন্ত্রী গ্রেফতার

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ বৃহস্পতিবার (২৭ জুন) জানিয়েছে, শামনাজ আলী সালিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেফতার করা হয়। তদন্তের জন্য তাকে এক সপ্তাহের হেফাজতে নেয়া হয়েছে।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম সানের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  শেষের পথে ভোট, গণনা শুরু, এগিয়ে ট্রাম্প

প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য সালিমকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেছে সানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত কিংবা অস্বীকার করেনি।

প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের আইন অনুসারে ‘জাদুবিদ্যা’ করা কোনও ফৌজদারি অপরাধ নয়। তবে এ ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

‘কালো জাদুর রীতি-নীতি’ পরিচালনা করার অভিযোগ ২০২৩ সালে মালদ্বীপের মানাধুতে প্রতিবেশীর ছুরিকাঘাতে ৬২ বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশ

পুলিশকে উদ্ধৃত করে তারা বলেছে, হত্যার শিকার ওই নারী ‘জাদুবিদ্যা’ করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা।

সূত্র: ইন্ডিয়া টুডে, সান, মালদ্বীপ ইনডিপেনডেন্ট

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ