বগুড়ার সোনাতলায় ব্রিজের নিচে থেকে ফুলজান (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
রোববার ভোর ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আড়িয়া চকন্দন এলাকার কালিতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুলজান ওই এলাকার আকালু খন্দকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, ভোরে ব্রিজের নিচে মানুষের একটি হাত দেখতে পান তারা। এরপর কাছে গিয়ে দেখেন একটি মরদেহটি পড়ে আছে। পরে মরদেহটি তুলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর নিহতের নাতি হাসান মরদেহটি বাড়িতে নিয়ে আসেন।
নিহতের নাতি হাসান খন্দকার বলেন, আমার দাদি চলাফেরাও তেমন করতে পারে না। চোখেও কম দেখে। তিনি বিছানাতেই প্রস্রাব-পায়খানা করেন। ধারণা করছি প্রস্রাব-পায়খানা পরিষ্কার করতে গিয়েই পানিতে ডুবে মারা যান দাদি।
নিহতের স্বামী আকালু খন্দকার বলেন, আমি বয়স্ক মানুষ, ঘুমাচ্ছিলাম। আমি জানি বাড়িতে তো লোক আছেই। তারাই তাকে দেখবে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠে শুনতে পেলাম সে মারা মারা গেছে।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, বৃদ্ধা ফুলজান বিছানায় প্রস্রাব-পায়খানা করেছিলেন। পড়ে তা ডোবায় গিয়ে নিজেই পরিষ্কার করতে গেলে পানিতে ডুবে মারা যান। এখনো আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।