টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি নিয়ে প্রত্যাশা জানালেন অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ।
মৌসুমী মৌ বলেন, ‘ফাইনালে ভারতের জেতার সম্ভাবনাই বেশি। যে মানুষটা ক্রিকেট বোঝে না, তাকে জিজ্ঞাসা করলেও এই কথা বলবে।
কিন্তু ক্রিকেট আনপ্রেডিক্টেবল খেলা। আগে থেকে বলা যায় না। যেমন- আমরা ভেবেছিলাম ওয়ানডে বিশ্বকাপে টানা জয় নিয়ে ফাইনালে গিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যায়ে অস্ট্রেলিয়া জিতে গেল।
ভারতের প্রতিশোধের বিশ্বকাপ উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার তারা সুপার এইটে অস্ট্রেলিয়া আর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে। প্রতিশোধের একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে। তাই আমার ধারণা, ভারত সুপার পারফরম্যান্স দেখাবে।
ব্যাটিং ও বোলিং মিলিয়ে একেবারে পূর্ণাঙ্গ দল এটি। তাদের একজন ভালো না করলে আরেকজন হাল ধরে।’
কোহলির ফর্মে ফেরার প্রত্যাশা রেখে মৌ বলেন, ‘ব্যাটিংয়ে রোহিত শর্মা দুর্দান্ত করছেন। বোলিংয়ে বুমরা, কুলদীপের মতো খেলোয়াড় আছেন। যদিও এই বিশ্বকাপে বিরাট কোহলি সেভাবে জ্বলে উঠতে পারেননি।
তবে আমি মনে করি, বড় প্লেয়াররা বড় ম্যাচে জ্বলে ওঠেন। ফাইনাল মানে সবচেয়ে বড় ম্যাচ, এই ম্যাচে হয়তো তিনি জ্বলে উঠবেন।’
ভারতের প্রতিই সমর্থন রাখছেন মৌ। তার মতে, ‘দক্ষিণ আফ্রিকা এর আগে সাতবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এই প্রথম তারা ফাইনালে উঠেছে। তারাও চাইবে জয় পেতে। কুইন্টন ডি কক ভালো করতে পারেন। পাশাপাশি অন্যরাও যদি ভালো করেন, তবে তাঁদেরও চমক দেখানোর সম্ভাবনা আছে। তবে ব্যক্তিগতভাবে আমি ভারতের সমর্থন করব।’
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মতো অপরাজিত থেকেই ফাইনালের মঞ্চে ভারত। লড়াইটা তাই সেয়ানে সেয়ানেই হওয়ার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এই ট্রফি আরেকবার ছুঁয়ে দেখতে পারবে কি ভারত, নাকি ধারাবাহিক সাফল্য ধরে রেখে অধরা শিরোপা উঁচিয়ে ধরবে দক্ষিণ আফ্রিকা? উত্তর মিলবে আজ রাতেই।