21 C
Dhaka
Wednesday, December 11, 2024

হঠাৎ কী হলো সালমান মুক্তাদিরের?

আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি ও দাম্পত্য জীবনের সব খবরই অনবরত প্রচার করেন তিনি। তবে এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন সালমান।

সোমবার (১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে অসুস্থতা নিয়ে ছবিসহ একটি স্ট্যাটাস দেন সালমান মুক্তাদির। ছবিতে দেখা গেছে, ইউটিউবারের হাতে ক্যানোলা পরানো। সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার।

তবে সালমানের হাসপাতালে যাওয়ার বিষয়টি সত্যি নাকি প্রচার, সেটি এখনো বোঝা যাচ্ছে না।

আরও পড়ুনঃ  শাটডাউন সায়েন্সল্যাব: জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

সালমানের পোস্টে কমেন্ট করেছেন তার ফলোয়াররা। একজন কমেন্ট করেছেন, ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার কেউ বলছেন, তিনি অসুস্থ নন, বরং হাসপাতালের প্রমোশন করছেন।

তবে চ্যানেল টোয়েন্টিফোরকে তিনি জানিয়েছেন, তার রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি।

গত বছর ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম বিয়ের ছবি প্রকাশের পর অনেকেই মনে করেছেন, মজা করছেন সালমান। কিন্তু পরে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিয়ের পর থেকে সুখী দম্পতি হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে তাঁদের। পাশাপাশি দিশার দুই সন্তানকে নিয়ে খুনসুটির ছবি প্রকাশ করেন সালমান।

আরও পড়ুনঃ  মা গেছেন প্রেমিকের হাত ধরে, খাবার চেয়ে প্রাণ হারালো ছেলে

তবে সালমান সত্যিই অসুস্থ কি না, সেটি নিয়ে এখনো কিছু বলেননি তাঁর স্ত্রী দিশা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ