23 C
Dhaka
Tuesday, December 10, 2024

ব্রাজিলকে ‘নিশ্চিত’ পেনাল্টি না দেয়ায় কোপা কর্তৃপক্ষের ‘ভুল স্বীকার’

২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ হয়েছে আজ। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের কষ্টার্জিত ড্রয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে রানারআপ হয়ে ওঠায় কোয়ার্টারে তাদের আরও শক্ত পরীক্ষা দিতে হবে উরুগুয়ের বিপক্ষে। কিন্তু তার আগে বিতর্ক উঠেছে কলম্বিয়া ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে করা একটি ফাউল নিয়ে। যার জন্য ব্রাজিলকে পেনাল্টি দেয়া হয়নি বলে নাকি ভুল-ও স্বীকার করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবল!

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এমনটাই দাবি করেছে। নিজেদের এক প্রতিবেদনে তারা জানিয়েছে, খেলা চলাকালে ভিএআর (ভিডিও অ্যানালিস্ট রেফারি) ভুল সিদ্ধান্ত দিয়েছে বলে একটি ভিডিওতে ব্যাখ্যা দিয়েছে কনমেবল। যদিও ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে করা সেই ফাউল নিয়ে দুই মিনিট সময় নিয়েছিলেন ভিডিও রেফারি।

আরও পড়ুনঃ  ‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

লাতিন আমেরিকান ফুটবলের ‍নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বরাতে গ্লোবো বলছে, ৪২তম মিনিটে কলম্বিয়ার ডি-বক্সে ডিফেন্ডার বল ছুঁতে পারেননি, তবে তার আগেই ফাউলের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। কিন্তু সেখানে অবিবেচক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রেফারি সেই পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণে ব্যর্থ হয়েছেন এবং অল্প সময় পরই ফের ম্যাচ চালিয়ে নিয়েছেন। ভিএআর ভিন্ন অ্যাংগেল থেকে সেই ভিডিও পর্যালোচনা করেছে, খেলোয়াড় ও বলের গতি বিবেচনায় নিয়ে ডিফেন্ডার যে বল স্পর্শ করতে পারেননি সেটি শনাক্ত হতে পারেননি তিনি। মাঠে ভিএআর ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  বিসিবির নতুন সভাপতির নাম ঘোষণা

ম্যাচের ওই সময় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস কলম্বিয়ার অর্ধে বল নিয়ে ডি বক্সে ঢুকেন, তখন খেলার ৪২ মিনিট চলছিল। ওই সময়ে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিল, ফলে পেনাল্টি পেলে দ্বিগুণ লিড নেয়ার সুযোগ আসত সেলেসাওদের সামনে। ভিনিকে করা মুনোজের ফাউলটি দেখতে প্রায় দুই মিনিট সময়ও নিয়েছিলেন ভিডিও রেফারি, কিন্তু পরে তিনি ব্যাখ্যা যেন কলম্বিয়া তারকা বল ক্লিয়ারের উদ্দেশে পা বাড়িয়েছিল এবং তাতে তিনি সফল হয়েছেন। পরবর্তীতে প্রথমার্ধের যোগ করা সময়ে সেই মুনোজই গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান।

আরও পড়ুনঃ  বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ