21 C
Dhaka
Wednesday, December 11, 2024

তরুণীকে রাতভর ধর্ষণ, গাড়ি থেকে সন্দেহজনক পানীয়সহ গ্রেপ্তার ২

গাড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আবাসন শিল্পের দুই কর্মীকে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, কোমল পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই তরুণীকে রাতভর যৌন হয়রানি ও ধর্ষণ করে ওই দুই বিপননকর্মী। ঘটনাটি ঘটে ভারতের হায়দরাবাদে। বুধবার (৩ জুলাই) পুলিশ এসব তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। অভিযুক্ত জনার্ধন এবং তার সহযোগী সাঙ্গা রেড্ডিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ওই নারী অভিযোগে উল্লেখ করেন, তিনি রোববার মিয়াপুরে ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন। সেখানে দুই ব্যক্তি তাকে ইয়াদাগিরিগুট্টায় একটি নতুন আবাসন দেখার জন্যে নিয়ে যান। রাতে ফেরার সময় তারা একটি নির্মাণাধীন ভবনের সামনে গাড়ি থামায়। এ সময়
দুই ব্যক্তি তখন তাকে খাবার খাওয়ার প্রস্তাব দেয়, যা সে প্রত্যাখ্যান করে। কিন্তু তারা অবশেষে তাকে একটি কোমল পানীয় পান করতে অনুরোধ করেন। এতে তিনি রাজি হয়। তবে তা খাওয়ার পরই তার মাথা ঘোরাতে থাকে। সন্দেহ করা হচ্ছে পানীয়টিতে নেশাজাতীয় কিছু মেশানো হয়েছিল। তারা তাকে কিছু মিষ্টিও খেতে বলে। তবে তার মাথা ঘোরা অব্যাহত ছিল।পরিস্থিতির সুযোগ নিয়ে ওই দুই ব্যক্তি তাকে ওই গাড়িতে ভোর পর্যন্ত যৌন নির্যাতন চালায়।’

আরও পড়ুনঃ  শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন: পাক প্রধানমন্ত্রী

তিনি দাবি করেন, তাকে মারধর করা হয়েছিল, যার ফলে শরীরে তীব্র ব্যথা হয়েছিল। পরে তারা তাকে মিয়াপুরের একটি হোস্টেলে রেখে পালিয়ে যায়,’ পুলিশ বাদী হয়ে ধর্ষণসহ অন্যান্য অভিযোগে মামলা করেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ