21 C
Dhaka
Sunday, December 1, 2024

১৩০০ বছর ধরে পাথরখণ্ডে আটকে থাকা ‘জাদুর’ তলোয়ার উধাও!

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের রোকামাডোর শহর থেকে একটি ঐতিহাসিক প্রাচীন তলোয়ার হঠাৎ ‘উধাও’ হয়ে গেছে। দাবি করা হয়, এটি বিশ্বের সবচেয়ে ‘ধারালো’ ও ‘অবিনাশী’ তলোয়ার এবং ১৩০০ বছরেরও বেশি সময় ধরে এটি একটি পাথরখণ্ডের সঙ্গে আটকে ছিল।

বৃহস্পতিবার (৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ‘ডুরান্ডাল’ তলোয়ারটি ‘ফরাসি এক্সক্যালিবার’ নামে পরিচিত; যা ব্রিটেনের ‘সত্যিকারের রাজা’ আর্থার পাথর থেকে টেনে বের করেছিলেন। প্রচলিত আছে, একজন দেবদূত অষ্টম শতাব্দীতে ‘হলি’ রোমান সম্রাট শার্লেমেনকে তলোয়ারটি দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  বিজেপিকে ‘খেলা’ দেখিয়ে মামলায়ও জামিন পেলেন রাহুল

যদিও এখনও জানা যায়নি তলোয়ারটি কীভাবে উধাও হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, মাটির ১০০ ফুট ওপরের পাথরের প্রাচীর থেকে চোর তলোয়ারটি টেনে বের করে নিয়ে গেছে।

১১ শতাব্দীর একটি কবিতায় এই তলোয়ারের ‘জাদুর ক্ষমতা’ নিয়ে বলা হয়। এটি ফরাসি সাহিত্যের প্রাচীনতম একটি কবিতা। ‘দ্য গান অব রোল্যান্ড’- শীর্ষক কবিতাটির একমাত্র কপিটি এখন অক্সফোর্ডের বোদলিয়ান লাইব্রেরিতে রাখা আছে।

বলা হয়ে থাকে, সম্রাট শার্লেমেন তার সেরা সৈনিক রোল্যান্ডকে ‘জাদুর’ তলোয়ারটি উপহার দিয়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে মারা যাওয়ার আগে রোল্যান্ড তলোয়ারটি ধ্বংস করার চেষ্টা করেছিলেন যাতে তার শত্রুরা আর এটি ব্যবহার করতে না পারে। তবে তিনি তা ভাঙতে পারেননি।

আরও পড়ুনঃ  হাজিদের শরীরে প্রাণঘাতী রোগ শনাক্ত, যেসব দেশে সতর্কতা

পরে হতাশায় তিনি তলোয়ারটিকে ছুঁড়ে ফেলেন আর এটি কয়েকশ’ কিলোমিটার দূরে গিয়ে ফরাসি শহর রোকামাডোরের একটি পাহাড়ে আটকায়।

এদিকে, তলোয়ারটির হঠাৎ উধাও হয়ে যাওয়ার স্থানীয়রা বেশ উদ্বিগ্ন। কারণ অনেকেই বিশ্বাস করেন, তাদের ভাগ্য ওই অস্ত্রের সঙ্গে জড়িত।

শহরটির মেয়র ডমিনিক লেনফ্যান্ট একটি ফরাসি সংবাদপত্রকে বলেন, ‘আমরা ডুরান্ডালকে মিস করব। কয়েক শতাব্দী ধরে এটি রোকামাডোরের অংশ ছিল। শহর পরিদর্শনের সময় এমন কোনো গাইড নেই যিনি পর্যটকদের এটি দেখার পরামর্শ দেন না।’

আরও পড়ুনঃ  নতুন সংসদে যে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

তলোয়ারটি খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ