25 C
Dhaka
Tuesday, December 10, 2024

গাঁজা নিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজা নিয়ে প্রবেশ করায় ৩ পরীক্ষার্থীকে আটক করেছেন ম্যাজিস্টেট।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।

এ সময় নকলে জড়িত দুই শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। তারা হলেন পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজু।

আর গাঁজা পাওয়ায় পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী শ্রাবণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

কোনো যন্ত্র ছাড়াই অনবরত উঠছে পানি, এলাকায় চাঞ্চল্য
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। অপরজনের কাছে মাদকদ্রব্য গাঁজাসহ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। এ উপজেলার ৮টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি। গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ