21 C
Dhaka
Sunday, December 1, 2024

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করল বন্ধু

মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালাদারকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মারা গেলেন যুবলীগ নেতা

এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দেয়। পরে বুকে গুলি করে বিদ্যালয় মাঠ থেকে চলে যায়।

সুমনকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ ও সুমনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দের জেরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ  আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার

তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ