21 C
Dhaka
Thursday, November 21, 2024

টহলের সময় অতর্কিত হামলা, ৪ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরে সামরিক বাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলায় চার সেনা সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) বিকেলে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাচেদি এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় হামলা চালানো হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক আক্রমণের পর ‘সন্ত্রাসীরা’ একটি গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলেও তারা নিকটবর্তী একটি জঙ্গলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ২৬ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

‘সন্ত্রাসীদের’ খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া সন্ত্রাসবাদী গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ৪৮ ঘণ্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর এটি দ্বিতীয় হামলা।

এর আগে, রোববার রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। এতে এক সেনা সদস্য আহত হন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ