23 C
Dhaka
Tuesday, December 10, 2024

ছিন্নভিন্ন ৫ মরদেহ : মৃত্যু নিয়ে রহস্য, ১৫ গজের মধ্যেই ছিল কাটা দেহ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন কাটা পরে তাদের মৃত্যু হয়।

রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেইট এলাকায় দুই কিলোমিটার অদূরে পলাশতলী ইউনিয়নের খাকচর কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেল পুলিশ, পিবিআই পুলিশ, সিআইডি পুলিশ, রায়পুরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এসে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। একসঙ্গে এত মানুষ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীর জমায়। বিকেল ৬টা পযর্ন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করেতে পারেনি পুলিশ।

এদিকে লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ। নিহত সবাই পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ এর মধ্যে হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেইট এলাকায় পলাশতলী ইউনিয়নের কমলপুরে রেল লাইনের পাশে ছিন্নবিচ্ছিন্ন ৫টি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন। একই সঙ্গে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেন। তবে কি কারণে বা কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  অভিমান করে স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে নিয়ে এলেন স্ত্রী!

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও রেল কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে কথা বলা হলেও ৫ জন মৃত্যুর কারণ জানা যায়নি। সর্বশেষ স্টেশনে থাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়। ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনটি মেতিকান্দা স্টেশন অতিক্রম করার সময় সিসিটিভির ফুটেজে দেখা যায়, ট্রেনটির ছাদে কয়েকজন যাত্রী ছিল। তবে এই যাত্রীরাই কি মারা গেছে কিনা সেটি নিশ্চিত হতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত করা হচ্ছে।

অপর একটি সূত্র থেকে জানা যায়, নরসিংদীর রায়পুরা একটি টেঁটা প্রবণ এলাকা। কিছু দিন পর পরই এই অঞ্চলের চরাঞ্চলে ভয়ংকর টেটা যুদ্ধসহ সংর্ঘষ বাঁধে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা চলাকালে সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীকে পিটিয়ে হত্যা করে প্রতিদন্দ্বি ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও তার সমর্থরা। এই নিয়ে পুরো রায়পুরায় অস্থিরতা বিরাজ করছিল। এরই মধ্যে সুমন হত্যা মামলা অন্যতম অভিযুক্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া অপর প্রতিদন্দ্বী ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আবিদ হোসেন রুবেল জামিন নিয়ে এলাকায় ফিরে আসে। এলাকার আধিপত্ব ফিরে পেতে ওই সময় প্রতিপক্ষের ওপর হামলা চালায় রুবেল ও তার সমর্থকরা। ওসময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৭৩৩ গ্রাম সোনা নিয়ে অভিনেত্রীসহ দুই বিমান যাত্রী আটক

একাধিক হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো পক্ষ নিহতদের হত্যার পর লাশ রেল লাইনে ফেলে গেছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম জানিয়েছেন, ৫ জন নিহতে ঘটনায় বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তারা কি ট্রেন থেকে পরে মারা গেছেন নাকি মেরে ফেলে রেখে যাওয়া হয়েছে, সেসব দিকও বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় দেলোয়ার হোসেন বলেন, সকালে রেল লাইনের পাশে লোকজনের ভীর দেখে এগিয়ে আসি। এসে দেখি রেল লাইনে মানুষের শরীরের বিচ্ছিন্ন কিছু অংশ ও রক্ত দেখতে পাই। একটু সামনে এগুতেই একটি মরদেহ দেখা যায়। পরে আরও একটু সামনে গেলে আরও ৪টি লাশ দেখা যায়। তিনি বলেন, এটি পারাপারের জন্য কোন রাস্তা নয়। তাই্ এই মৃত্যুগুলো রহস্য জনক মনে হচ্ছে।

এলাকাবাসী আমিনুল ইসলাম বলেন, ৫ জন লোক মারা গেছে শুনে এখানে দেখতে এসেছি। যে জায়গাটিতে মারা গেছে। এটি চলাচলের রাস্তা নয়। এমনকি তারা এলাকার লোকও নয়। তারা কিভাবে এখানে এসেছে একমাত্র আল্লাহই বলতে পারবে।

আরও পড়ুনঃ  গাড়িচাপায় বৃদ্ধা নিহত, পালিয়ে গেলেন নির্বাহী প্রকৌশলী

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে ছড়িয়েছিটিয়ে থাকা শরীরগুলো একত্র করেছি। এরপরই পরিচয় শনাক্তের জন্য নরসিংদীর পিবিআই সদস্যদের খবর জানিয়েছি। বেলা সাড়ে ১১টায় তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের প্রক্রিয়া শুরু করে।

মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাফ আলী বলেন, তারা ট্রেনের ছাদ থেকে পিছলে পড়ে কাটা পড়েছেন, নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিরা স্থানীয় কেউ নন বলে জানা গেছে। লাশ উদ্ধারের আগে ওই রেললাইন দিয়ে আরও তিনটি ট্রেন চলাচল করেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পিবিআই। তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। তাছাড়া লাশের সুরতহাল করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কীভাবে এই পাঁচজন ট্রেনে কাটা পড়লেন, বা মারা গেছেন তা তদন্ত করে এর কারণ অনুসন্ধান চলছে। নিহতেদের ছবি দেখে লাশ শনাক্ত করতে পারলে রেলওয়ে বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এই কর্মকতা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ