26 C
Dhaka
Thursday, November 21, 2024

শাহবাগে পুলিশের সাঁজোয়া যানে উঠে পড়ল শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর আগারগাঁও মোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে একই দাবিতে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  চিত্রনায়ক ফেরদৌস এখন কোথায়?

এ সময় শিক্ষার্থীরা শাহবাগে থাকা পুলিশের বেশকিছু সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ রাজধানীর একাংশ
শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি অংশ বাংলামোটর, কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এতে গত কয়েক দিনের মতো আজও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে হচ্ছে যাত্রীদের।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ