28 C
Dhaka
Friday, November 22, 2024

কোটা সংস্কারের পক্ষে আইমান সাদিক, পোস্টে যা জানালেন

সারাদেশে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন ১০ মিনিট স্কুলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আইমান সাদিক। শনিবার (১৩ জুলাই) রাতে কোটা সংস্কার চেয়ে নিজের ফেসবুক পেইজে পোস্ট দেন তিনি।

পোস্টে আইমান লিখেছেন, কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা। #QuotaMovement

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

আরও পড়ুনঃ  এবার ঘাস চাষ শিখতে বিদেশ যেতে চান প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩২ কর্মকর্তা

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ