18 C
Dhaka
Wednesday, December 11, 2024

মধ্যরাতে শিক্ষার্থীদের ধাওয়ায় পালাল জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে আটকে পড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রসহ তারা হামলা চালায়। পরে বিভিন্ন হল থেকে তাদের উদ্ধারে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হঠে জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

তৈমুর খান তূর্য নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া এক লাইভ ভিডিওতে দেখা গেছে, উপাচার্যের বাসভবনে আটকে পড়া শিক্ষার্থীদের ওপর ইট পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা নিরুপায় হয়ে ফেসবুক লাইভে হলের শিক্ষার্থীদের কাছে বাঁচার আকুঁতি জানান। পরে তাদের সাহায্যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  শিক্ষকের মেয়েকে যৌন হয়রানি, চাকরিচ্যুত রাবি চিকিৎসক

অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এমনকি পুলিশের সামনে হামলা চালালেও তারা নিরব ভূমিকা পালন করে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার বিচারে দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তার আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টা দৌড়ানি দেন আন্দোলনকারীরা।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।

আরও পড়ুনঃ  ফের বুয়েটের ভিসি হলেন সত্য প্রসাদ মজুমদার

এরও আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে অতর্কিত হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ