25 C
Dhaka
Tuesday, December 10, 2024

আ. লীগ সরকার ইসরায়েলের সাথে আছে: ইসলামী আন্দোলন

পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ কথাটি তুলে নেয়া হয়েছে। ইসরায়েল থেকে বাংলাদেশে বিমান নেমেছে। এটা একটি সংকেত, সরকার ইসরায়েলের সাথে আছে— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর সৈয়দ ফয়জুল করিম।

শুক্রবার (১০ মে) দুপুরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশে ইসরায়লের নব্য দালাল আছে। তারা পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইল তুলে দিয়ে ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে।

আরও পড়ুনঃ  গা ঢাকা দিয়েছেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

ইসলামী আন্দোলন সরাসরি ইসরায়লের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে এ দেশের লাখ লাখ মানুষ প্রস্তুত। এ সময় ফিলিস্তিনের মানুষকে সাহায্য করতে একটি সংস্থা ও চিকিৎসকের টিম পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান সৈয়দ ফয়জুল করিম।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ