18 C
Dhaka
Wednesday, December 11, 2024

শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান ও ইন্টারনেট পরিস্থিতি নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতির বিষয়টি উঠে আসলে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোর বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল (২৯ জুলাই) সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একজন সাংবাদিক প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, গুলি করছে, পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে, এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করবেন?

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় ভারতে যাবে না ইলিশ : প্রাণিসম্পদ উপদেষ্টা

জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কিত, সরকারী এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার জন্য আমরা আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

ইন্টারনেট ও যোগাযোগ পরিস্থিতি নিয়ে বেদান্ত প্যাটেল বলেন, আমরা সারা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে সচেতন, কিন্তু আমরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোতে জনসাধারণের সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অ্যাক্সেসের জন্য আহ্বান জানাচ্ছি। যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পায়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত

কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে ওই সাংবাদিকের আরেকটি প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায় তাদের সকল প্রচেষ্টাকে আমরা অবশ্যই সমর্থন করি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ