21 C
Dhaka
Sunday, December 1, 2024

স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ

পাবনার সুজানগরে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে গো-খামারের মালিক নজরুল ইসলাম ওরফে নজুর বিরুদ্ধে।

বুধবার (৩১ জুলাই) ওই গৃহবধূ বাদী হয়ে নজরুল ইসলাম ওরফে নজু (৪০) ও স্থানীয় যুবলীগ নেতা মো. টিটুকে (৩০) আসামি করে সুজানগর থানায় মামলা করেছেন।

অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজু উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানী পক্কির ছেলে এবং অভিযুক্ত অপর ব্যক্তি একই গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ  পেটে সন্তান আছে বলার পরও চালানো হয় ছুরি!

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নজুর গরুর খামারে কাজ করতে যান ওই গৃহবধূ। এ সময় বাড়িতে নজরুল ইসলামের স্ত্রী না থাকায় তার ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে গত রোববার সন্ধ্যায় জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় স্থানীয় যুবলীগ নেতা টিটু দেখে ফেলায় ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে টিটুও গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ফেনসিডিল-গাঁজাসহ ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ