21 C
Dhaka
Sunday, December 1, 2024

সরকারের আলোচনার প্রস্তাবে সমন্বয়ক আসিফের পোস্ট

চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন নয় দফা দাবি আদায়ে আন্দোলনে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

শনিবার (৩ আগস্ট) বিকেলে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, ‘যখন আমরা ডিবি অফিসে বন্দি ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম।’

আরও পড়ুনঃ  কবে খুলবে ফেসবুক, জানালেন প্রতিমন্ত্রী পলক

তিনি আরও লেখেন, ‘আপসহীনতার মূল্য যদি মৃত্যুও হয়, তা-ও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।’

আলোচনার বিষয়ে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না।’

এ সমন্বয়ক লেখেন, ‘তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না।’

আরও পড়ুনঃ  কবরস্থানে জায়গা না দেওয়ায় ঘরের বারান্দায় মায়ের দাফন

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে সমন্বয়কদের সঙ্গে বসার জন্য দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ