আওয়ামী সরকারের পতনের পর এবার রাজধানীর বিভিন্ন স্থাপনা ও টেলিভিশন কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুদ্ধ জনতা। আওয়ামী লীগ সরকারকে সরর্থনকারী বিভিন্ন মিডিয়ায় এ অগ্নিসংযোগ হচ্ছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং হাতিরঝিলে মাইটিভির স্টেশনে ভাঙচুর চালানো হয়।
এদিকে, ডিবিসি নিউজ, এটিএন বাংলা ও সময় টেলিভিশনে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এর আগে, বিক্ষোভকারীরা গণভবণ, জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর চালান।