27 C
Dhaka
Friday, November 22, 2024

সোনারগাঁয়ে জামায়াত নেতাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

সারাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদ, কাঁচপুর ইউনিয়ন দক্ষিণ জামায়াতের সভাপতি মো. নাঈম, সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুর রহমান, সোনারগাঁ উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ইব্রাহীম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারওয়ার প্রমুখ।

আরও পড়ুনঃ  ‘প্রেম ছিল, তাই বলে সংঘবদ্ধ ধর্ষণ!’

মতবিনিময় সভায় ড. ইকবাল বলেন, জামায়াত ও ছাত্রশিবির কোনো সহিংসতা রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এসময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে আমাদের ওপর দোষারোপ করছে। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে, আসলে তারা দুর্বৃত্তপরায়ন। তারা দেশের শান্তি চায় না। জামায়াত উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে। একটু আগেও আমরা ভট্টপুর মন্দির পরিদর্শন করেছি।

তিনি আরও বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি জামায়াত কোনো আওয়ামী লীগের ওপর হামলা করবে না। আওয়ামী লীগ সব সময় শত্রু আমাদের ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে। একটু আগেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার

সভায় ইউএনও আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আসলে যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। জামায়াতের লোক হিংসা করে না, এটা আমি বিশ্বাস করি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার হক আদায় করা।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ