21 C
Dhaka
Thursday, November 21, 2024

চোখের পানি আটকে রাখতে পারছি না: লুবাবা

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় কয়েক মাস আগে ডিবি হারুনের সঙ্গে দেখা শেষে এক সাক্ষাৎকারে এই শিশুশিল্পী হারুন আংকেলের স্থলে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। ব্যস্ মুহূর্তেই হয়ে যান ভাইরাল। হতে থাকেন ট্রলের শিকার। এমনকি অনেকেই তাকে দেখলে বলা শুরু করেন ‘হাউন আংকেল’।

তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লুবাবা।

আরও পড়ুনঃ  অধ্যক্ষের চেয়ারে বরখাস্ত হওয়া উপাধ্যক্ষ, টেনে নামালেন শিক্ষকরা

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন। কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি, বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।

লুবাবা আরও লিখেছেন, আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে, দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই। সবখানে পানি, এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা। ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায়।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তিও, আসামিদের লোমহর্ষক বর্ণনা

এই শিশুশিল্পী লিখেছেন, আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে।

সবশেষে লুবাবা লিখেছেন, আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।

আরও পড়ুনঃ  আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ