কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের (৪৫) ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মজিবর একই ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানও।
স্থানীয় সূত্র জানায়, মজিবর রহমান মজিদ বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার মাছের খামারে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক খোকসা উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, স্থানীয় যুবদল নেতা শামীম কাজী ও শমসেরের সঙ্গে মজিবর রহমান মজিদের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বিরোধ পক্ষের নেতাদের নেতৃত্বে ফজলু মন্ডল, রাফাত, সাবুসহ কয়েকজন এ হামলার চালিয়েছে।
পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ অস্ত্রসহ গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা মজিদের স্ত্রী আফরোজা জানান, তার স্বামী মজিবর রহমান মজিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সরকার পরিবর্তনের পর তার ওপর হামলার পরিকল্পনা নেয় স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মী। তারই জের ধরে যুবদল নেতা শামীম কাজী ও শমসেরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।