26 C
Dhaka
Thursday, November 21, 2024

আ.লীগকে অন্তত ১০ বছরের জন্য নিষিদ্ধ করার দাবি নুরের

আওয়ামী লীগকে আগামী ১০ বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, গত দেড় দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম, খুন চালিয়েছে। এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে। তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত দশ বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  ১৯ বছর পর আজ প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন

জনগণের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জরিপ করারও আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই ছাত্র-জনতা গণ-অভ্যুত্থান করেছে। পুরোনো রাজনীতি দিয়ে পাঁচ দশকেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। সুতরাং নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। তাই বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ আগামীতে স্থানীয় নির্বাচনসহ এককভাবে জাতীয় নির্বাচনে যাবে। সে লক্ষ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করছে।

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  আ.লীগকে ১০ বছর নির্বাচন থেকে দূরে রাখা নিয়ে হানিফের বিবৃতি

যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ